বোরো মৌসুমে জমে উঠেছে পাতা বিক্রির গ্রামীণ রথখোলা বাজার

0
287

শেখ নাদীর শাহ্ :

বোরো আবাদ মৌসুমে জমে উঠেছে ধানের পাতার হাট। পাইকগাছা-তালা উপজেলার বুক চীরে বয়ে চলা কপোতাক্ষের তালার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা বাজার। গ্রামীণ জনপদের ছোট্ট বাজারটি মূলত দিনের শেষ ভাগে বৈকালি বাজার হিসেবে পরিচিত। নিত্য প্রয়োজনীয় সকল পন্য সামগ্রী বিক্রি হয় এখানে। স্থানীয় কৃষকরা বিকেলে নিজ নিজ ক্ষেতের টাটকা সব্জি উঠিয়ে বিকেলে নিয়ে আসেন রথখোলা বাজারে। তবে বাজারটি দীর্ঘ দিন যাবৎ ধানের চারার জন্য বিশেষ পরিচিতি পেয়েছে কৃষকদের কাছে। যারা নানা সংকটে ধানের বীজতলা করতে পারেননা কিংবা, বীজতলা করলেও ক্ষতিগ্রস্থ হয় অথবা পাতা বা চারা কম পড়ে যায় তাদের সূলভে ভাল মানের পাতা প্রাপ্তির নিরাপদ স্থান রথখোলার বৈকালি বাজার।

পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকার কৃষক জাহাঙাগীর শেখ, আমিনুর শেখ বলছিলেন, বোরো আবাদ করতে তাদের প্রায় ১ বিঘা জমির পাতা কম পড়ে যায়। স্থানীয়ভাবে পাতা সংগ্রহ করতে না পেরে তারা হাজির হন রথখোলা বাজারে। এরপর সেখান থেকে প্রয়োজনীয় পাতা কিনে ফেরেন তারা।

স্থানীয়রা জানান, নিজেদের প্রয়োজনে সেখানকার কৃষকরা বীজতলা তৈরীর পাশাপাশি এখন বানিজ্যিক ভিত্তিতে আলাদা বীজতলা করেন। মৌসুমে বাজারদর ভাল পাওয়ায় তাদের অনেকেই এখন বানিজ্যিকভিত্তিতে বীজতলা তৈরীর ব্যবসায়।

বাজারে আগত কৃষকরা জানান, প্রথম দিকে তারা নিজেদের আবাদ শেষে উদ্বৃত্ত চারা বাজারে আনতেন বিক্রি করতে। স্থানীয় কৃষকরাই মূলত ঐ সকল চারার ক্রেতা ছিলেন। তবে দীর্ঘ দিনে চারা বিক্রির হাট হিসেবে রথখোলা বাজারের পরিচিতি বেড়ে যাওয়ায় এখন বাইরের ক্রেতার সংখাই বেশি।

ধারণা করা হচ্ছে, আগামীতে প্রসার ঘটবে পাতা বিক্রির গ্রামীন এ বাজারের।