পাইকগাছায় ৩০ বোতল ফেন্সিডিলসহ মহিলা বিক্রেতা আটক

0
180

নিজস্ব প্রতিবেদক (কপিলমুনি):
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ রহিমা বেগম নামে এক মহিলা বিক্রেতাকে গ্রেপতার করেছে। আটক রহিমা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার মন্টু শেখের স্ত্রী। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে স্বামী-স্ত্রীর নামে মামলা হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাকবীরের নেতৃত্বে পুলিশ বুধবার রাত আনু: ১০ দিকে উপজেলার শিবসা ব্রিজ সংলগ্ন ভিলেজ পাইকগাছায় মন্টু শেখ’র বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মন্টু পালিয়ে গেলেও পুলিশ তার স্ত্রী রহিমা বেগমকে গ্রেফতার করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘরের বারান্দায় কসকটের মধ্যে রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অবৈধ ফনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইন ৩৬ (১) ধারা সরণীর ১৪(খ) মোতাবেক অপরাধ করায় থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে ৩০ বোতল ফেন্সিডিলসহ রহিমা নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী মন্টু শেখ দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ অভিযানে মন্টু পালিয়ে যায়। এসময় তার স্ত্রী রহিমা বেগমও পালিয়ে যাওয়ার প্রাক্কালে গ্রেফতার হয়। মাদকদ্রব্য উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।