তালায় কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে মতবিনিময় সভা

0
183

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় উপজেলা প্রসাশনের উদ্যোগে কোভিড -১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ি। তালা উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক, মুক্তিযোদ্ধা সংসদের ডিপোটি কমাÐার আলাউদ্দীন জোয়াদ্দার, তালার ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুবাস সেন, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রজিব হোসেন রাজু, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ঘোষ সনৎ কুমার বলেন, সাধারণ মানুষের ভ্যাকসিন দেয়ার আগে সরকারী বিধি মোতাবেক ডাক্তারদের টিকা নিতে হবে তাহলে সাধারণ মানুষের ভীতি দুর হবে। ভ্যাকসিন নিয়ে বিভিন্ন প্রপাগÐা ছড়ানো হচ্ছে। এ থেকে মুক্তি পেতে গেলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে ও ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারী বিধি মোতাবেক আমরা সকল কাজ সম্পন্ন করতে চাই। সে কারণে যারা ভ্যাকসিন নিবেন তাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র বা উপজেলা তথ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করে রেজিষ্ট্রিশন করতে হবে। রেজিষ্ট্রিশন না করলে তিনি ভ্যাকসিন পাবেন না।