শিরোমনিতে মাটি কেটে বিক্রি, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী মহল

0
281

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
নগরির শিরোমনি ষ্টেশন এলাকার যোগিপোলে রেলওয়ের উচু জমি জলাশয় দেখিয়ে লিজ নিয়ে উক্ত জমি থেকে মাটি খনন করছে একটি প্রভাবশালী মহল। যোগিপোল ৯ নং ওয়ার্ড এর (নিকেরী পাড়া) টাওয়ার এর পাশে মরহুম আবুল হোসেন এর পুত্র শেখ নুর ইসলাম (শুনু) ও মোহাম্মাদ আলীর পুত্র শেখ মাসুদ পারভেজ গত বছরের ৬ নভেম্বর রেলওয়ে পশ্চিম এর কার্যালয় থেকে ০. ৫৫ শতক ভুমি লিজ নেয়। যার মধ্যে দখলে রয়েছে ০.৭২০৮ একর। জলাশয় না থাকার পরও ভুল তথ্য দিয়ে উচু জমিকে জলাশয় দেখিয়ে তারা রেলওয়ের জায়গা লিজ নেয়। এ কাজে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্থানিয়রা, গত ৩০ অক্টোবর থেকে ওই জমিতে লেবার দিয়ে প্রায় ৬ ফিট গভির করে মাটি কেটে নিয়ে পিকআপে করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে করে রেল লাইন ঝুকির মধ্যে রয়েছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় লিজ গ্রহিতা শেখ নুর ইসলাম এর নিজ বাড়িতে প্রায় ১০ শতক জমি রেলওয়ের মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সরকারি জমির মাটি কিভাবে কাটা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী (যশোর) ওয়ালিউল হক জানান এ খবর জানা মাত্র আমি মাটি কাটা বন্ধ করে দিয়েছি। তিনি আরোও বলেন লিজ নিয়ে সরকারি মাটি কাটার কোন সুযোগ নেই। যদি কেটে অন্যত্র নিয়ে থাকে তাহলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। স্থানীয় বাসিন্দা মোঃ মান্নান মিয়া বলেন কয়েকদিন ধরে মাটি কাটা হচ্ছে এ ব্যাপারে রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের বারবার বলা হলেও তাদের ভুমিকা ছিলো রহস্যজনক। পরে এলাকাবাসি খানজাহান আলী থানায় খবর দিলে থানার এস আই মোঃ বাশার ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এ দিকে স্থানিয়রা জানায় রেললাইনের পাশে রেলওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে যেকোন মুহুর্তে রেল লাইনের পাটি বসে যেয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। অতিদ্রুত এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।