পাইকগাছায় সেনা সদস্যের নামে স্ত্রী কর্তৃক আদালতে মামলা

0
184

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেনা সদস্যের নামে স্ত্রী কর্তৃক যৌতুক আইনে মামলা দায়ের হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য চাঁদখালী ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরণ করেছে। মামলা সূত্রে জানা যায়, চাঁদখালী ইউপির কাওয়ালী প্রামের রেজাউল সানার পুত্র সেনা সদস্য শওকাত হোসেন সানার সাথে একই প্রামের আলম সরদারের কন্যা সুমি খাতুনের গত ১০ আগস্ট ২০১৬ তারিখে ৫ লাখ ৯৯ টাকার দেনমোহর ধার্য্যে বিবাহ হয়। ইতোমধ্যে তাদের ঘরে ১টি পুত্র সন্তান জন্মপ্রহণ করে, যার বয়স ১ বছর ১মাস। কিন্তু শওকাত হোসেন সেনা সদস্য হওয়ায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিবাহ রেজিস্ট্রি করতে অপরগতা প্রকাশ করেন। তখন তার নিজ নামে খরিদকৃত ৩শ’ টাকার ননজুডিসিয়াল স্বহস্থে লিখিত অঙ্গীকার নামা সম্পাদন করে বিবাহের কাজ সম্পাদন করেন। পরবর্তীতে বিবাহটি রেজিস্ট্রি করতে হলে স্ত্রীর নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। উক্ত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সেনা সদস্য ও তার পিতা ঐক্যবদ্ধভাবে সন্তান সহ সুমিকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় সুমি বাদী হয়ে স্বামী শওকাত সহ ৩জনের বিরুদ্ধে পাইকগাছা আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছে।