২য় ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন

0
335

খেলা ডেস্ক,খুলনাটামস:

 

তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে ৪৫ রানের বড় ব্যবধানে পরাজয়বরণ করেছে বাংলাদেশ, দেরাদুনে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানরা ১৬৭ রানের বড় সংগ্রহ করে, বাংলাদেশ দল আফগানদের চেপে করলেও শেষ ৩ ওভারে ৫১ রান সংগ্রহ করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় আফগানরা। বল হাতে পেসাররা কোন চাপই সৃষ্টি করতে পারেননি আফগান ব্যাটসম্যানদের উপর, উল্টো প্রচুর রান দিয়েছেন।
আফগানরা স্পিন সহায়ক উইকেট বানালেও বাংলাদেশ দল ৩ পেসার নিয়েছে, রুবেল হোসেন কিছুটা ভালো বোলিং করলেও রাজু ও রাহি বল হাতে প্রভাব বিস্তার করার ব্যতীত দুজনে ৬ ওভারে দিয়েছেন ৭৪ রান, যার ফলে বড় সংগ্রহ পায় আফগানরা। পাশাপাশি ব্যাটসম্যান ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারায় ৪৫ রানে পরাজিত হয় টাইগাররা।

প্রথম ম্যাচে পরাজয়ের পর কিছু ভুল চোখে পড়ে, যা ২য় ম্যাচে কাটিয়ে উঠতে চায় টাইগাররা, সেই সাথে একাদশেও আসবে পরিবর্তন, ব্যাট হাতে ব্যর্থ হয়ে উল্টো চাপ বাড়িয়ে দেওয়া মোসাদ্দেকের পরিবর্তে সৌম্য, রাহির পরিবর্তে রনি ও আবুল হাসানের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ একাদশে আসার সম্ভাবনা বেশি, রাজু ২ উইকেট শিকার করলেও ৩ ওভারে ৪০ রান দিয়েছেন এবং বোলিংয়ে কোন প্রভাব বিস্তার করতে পারেননি, উল্টো বল হাতে বেশ অপ্রস্তুত মনে হয়েছে রাজুকে। সাব্বির ব্যর্থ হলেও আরেকটি সুযোগ পাবেন। রাজু বা রাহির দুজনের একজন বাদ পড়ছেন তা নিশ্চিতই, রাজুকে বাদ দিলে একাদশে সুযোগ পাচ্ছে রনি।
দ্ইু থেকে তিনটি পরিবর্তন হবে ২য় ম্যাচের একাদশে তা এক প্রকার নিশ্চিতই। ২য় ম্যাচে বাংলাদেশের একাদশ যেমন হতে পারে-
তামিম ইকবাল, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাজমুল অপু, রুবেল হোসেন, মেহেদী হাসান ও আবু হায়দার রনি।

 

আল মামুন / টাইমস

সংবাদটি শেয়ার করুন।