এবার বেতন বাড়বে কি সালমাদের?

0
452

স্পোর্টস ডেস্কঃ

বেতন-ভাতা বা বোনাসের দিকে তাকালে কিন্তু পুরুষ দলের চেয়ে নারী দল পিছিয়ে যোজন যোজন দূরে। সে সালমারাই কিনা এনে দিলেন দেশের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক শিরোপা! এবার তো বেতনটা বাড়তেই পারে। সরাসরি কিছু বলেননি সালমা, সেই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর।

বাংলাদেশ পুরুষ দলের বেতন-ভাতা বা বোনাসের সঙ্গে যদি তুলনা করা হয় বাংলাদেশ নারী দলের, তবে সালমারা সেখানে নেই মাশরাফিদের ধারে কাছেও। পার্থক্য শুধু কমই নয়, বড্ড দৃষ্টিকটুও।

ঘরোয়া ক্রিকেটে পুরুষরা যেখানে প্রতি ম্যাচে পায় ৪০ হাজার টাকা, সেখানে নারী দল পায় মাত্র ৬০০ টাকা! আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে নারীদের টাকা বাড়ছে ঠিকই, তবে পার্থক্যটা কমছেনা একটুও। ছেলেদের টাকার অঙ্কটা যেখানে ছয় অঙ্কের কাছাকাছি, মেয়েরা পাচ্ছে ৮০০০ টাকা মাত্র!

সাফল্য-প্রসূতি বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে ছেলেরা অবশ্যই প্রাপ্যটাই পাচ্ছেন। তবে মেয়েদের ভাগ্যে তো আর জুটছে না সেটা। এবার কিন্তু সে দাবিটাই করতেই পারে নারী দল। এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে একবার নয়, দুবার পরাজিত করেই শিরোপা জিতেছে সালমারা। এনেছে বাংলাদেশের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ট্রফি।

শিরোপা নিয়ে দেশে ফেরার দুই ঘন্টার মধ্যেই বিমানবন্দর থেকে সোজা সালমারা হাজির আজ রোববার হয়েছিলেন রাজধানীর এক হোটেলে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী দলকে শুভেচ্ছা জানাতে আয়োজন করেছিল এক সংবর্ধনার। দুই কোটি টাকার পুরস্কারের ঘোষণাটাও এখানেই শুনেছেন সালমারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক সালমা খাতুন কথা বলেছিলেন সংবর্ধনা অনুষ্ঠান শেষে। নিজেদের কাজ নিজেরা পালন করেছেন অক্ষরে-অক্ষরে, এবার বাকিটা সালমা ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর, ‘যেহেতু আমরা ভালো করেছি তাই বোর্ড অবশ্যই আমাদের জন্য চিন্তা করবে। স্যার (নাজমুল হাসান পাপন) তো আমাদের বলেছেনই নতুন বেতন স্কেলের কথা। আমাদের কিছু বলার নেই এ ব্যাপারে। যা সিদ্ধান্ত নেওয়ার বোর্ডই নেবে।