২টি সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত করলো তুরস্ক

0
227

খুলনাটাইমস বিদেশ: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে দেশটির সরকারি বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্কের সেনাবাহিনী। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী কয়েকঘণ্টা আগে তুর্কি ড্রোন ভূপাতিত করার পর পাল্টা পদক্ষেপে সিরীয় বিমান ভূপাতিত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। গত রোববার টুইটারে এক পোস্টে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার পাল্টা পদক্ষেপ হিসেবে তুর্কি বাহিনী সিরিয়ার দুটি এসইউ-২৪ বিমান ভূপাতিত করেছে। সিরিয়ার সানা বার্তা সংস্থার খবরে ইদলিবে দেশটির যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। তবে হামলায় কেউ আহত হয়নি। পাইলট প্যারাসুট নিয়ে নিরাপদে অবতরণ করেছে। এর আগে গত রোববার তুর্কি ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তুরস্কের সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তুর্কি পাল্টা হামলায় সিরিয়ার তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। গত শনিবার সিরিয়ার ইদলিব ও আলেপ্পোতে আসাদবাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। এ হামলায় আসাদ বাহিনীর অন্তত ২৬ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বৃহস্পতিবার সিরীয় বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা হত্যার প্রতিশোধ ছিল তুরস্কের এই হামলা। ২০১১ সাল থেকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে শুরু হওয়া গৃহযুদ্ধে ইদলিব হলো বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি। সিরিয়ার সেনাবাহিনী ও দেশটির মিত্র রাশিয়া ২০১৮ সালের অস্ত্রবিরতি সীমানার অগ্রসর না হতে অস্বীকৃতি জানিয়ে ইদলিবমুখী অভিযান শুরু করেছে। ১ ডিসেম্বর শুরু হওয়া এই অভিযানে ৯ লাখ বেসামরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এদের বেশিরভাগই শিশু।