হোম কোয়ারেন্টাইন ও সোসাল ডিস্ট্যান্সিং মেনে চলার আহবান জেলা প্রশাসনের

0
360

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সুযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নির্দেশনা নিশ্চিত করা হয়। জেলা প্রশাসন, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন এবং মোঃ তাহমিদুল ইসলাম, সেনা সদস্য সহযোগে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় টহল দেন। জেলা প্রশাসনের নির্দেশনায় টহল পরিচালনাকালে হোম কোয়ারেন্টাইন ও সোসাল ডিস্ট্যান্সিং সংশ্লিষ্ট সরকারি আদেশ মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।