সাতক্ষীরার দেবহাটায় দ্বিতীয় দিনের মতো পিপিই প্রদান করলো স্বেচ্ছাসেবকলীগ

0
353

দেবহাটা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটায় দ্বিতীয় দিনের মতো জেলা স্বেচ্ছাসেবকলীগের দিক নির্দেশনায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পৃষ্ঠপোষকতায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে পিপিই প্রদান করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফের হাতে পিপিই তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারন সম্পাদক বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী লোকমান কবির, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটুসহ দলীয় নেতৃবৃন্দ । পরে নেতৃবৃন্দরা  কুলিযা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের কোষাধাক্ষ  আছাদুল হক ,সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলামের দপ্তরে যেয়ে তাদের হাতে পিপিই তুলে দেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবী মেডিকেল টিমের হাতেও পিপিই তুলে দেন নেতৃবৃন্দ। পিপিই প্রদানের সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান সবাই।এ সময় উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে পরিনত হয়েছে। এতে মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারি থেকে মানুষকে রক্ষা করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সেই কাজের সূত্র ধরে যারা কাজ করছেন তাদেরকে এই পিপিই প্রদান করা হচ্ছে। সাতক্ষীরা তথা দেবহাটায় এখনো কোন করোনা রোগী সনাক্ত হয়নি জানিয়ে নেতৃবৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে এই মহামারি থেকে বাচতে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান। বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি। এসময় নেতৃবৃন্দ জানান, যারা এই মহামারী উপেক্ষা করে কাজ করছে তাদের মাঝে পিপিই বিতরন অব্যাহত থাকবে।