লুকাকুর জোড়া গোলে টেবিলের শীর্ষেই থাকলো ইন্টার, লিগে রোনাল্ডোর প্রথম হ্যাটট্রিক

0
244

খুলনাটাইমস স্পোর্টস : রোমেলু লুকাকুর দুই গোলে নাপোলিকে ৩-১ গোলে পরাজিত করে সিরি-এ লিগের শীর্ষস্থানটি অক্ষুন্ন রেখেছে ইন্টার মিলান। এদিকে সিরি-এ লিগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রথম হ্যাটট্রিকে কালিয়ারিকে ৪-০ গোলে পরাজিত করেও টেবিলের শীর্ষে উঠতে পারেনি জুভেন্টাস। জয়ের ধারা ধরে রেখে লিগে নিজেদের আধিপত্য অক্ষুন্ন রাখার জন্য নাপোলির মাঠে জয়টা জরুরি ছিল। আর এই জয়ের মাধ্যমে এন্টোনিও কন্টের দল স্তাদিও সাও পাওলোতে লিগে ২৩ বছর পর পরাজয়ের খরা কাটালো। ১৮ ম্যাচ পর জুভেন্টাসের সাথে সমান ৪৫ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ইন্টার। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ল্যাজিও। রোববার ব্রেসিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে লিগে তাদের জয়ের ধারা ৯ ম্যাচে উন্নীত করেছে। কোচ হিসেবে সিরি-এ লিগে শততম জয় হলেও নেপলসে এটিই ছিল কন্টের প্রথম জয়। সে কারণে ম্যাচ শেষে উচ্ছসিত এই ইতালিয়ান কোচ বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। নাপোলির বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে জয় কোনসময়ই সহজ নয়। সাম্প্রতিক সময়ে নাপোলি সবসময়ই জুভেন্টাসের পিছনে ছিল। ইন্টার তখন অনেক পিছিয়ে ছিল। এ বছর ইন্টার চেষ্ট করেছে সেই ব্যবধান কমিয়ে আনতে।’ ইন্টারের তিনটি গোলের পিছনেই নাপোলির ভুল দায়ী ছিল। গত দুই মৌসুমের রানার্স-আপ নাপোলি এবার ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। নাপোলির রক্ষণভাগকে অনেকটা একাই গুড়িয়ে দিয়ে শক্তিশালী শটে ১৪ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লুকাকু। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এই বেলজিয়ান তারকা। এই গোলে অবশ্য গোলরক্ষক এ্যালেক্স মেরেতের ভুল ছিল। বিরতির ৬ মিনিট আগে পোলিশ স্ট্রাইকার আরকাদিয়াজ মিলিক নাপোলির হয়ে এক গোল পরিশোধ করেন। ৬২ মিনিটে নাপোলির রক্ষণভাগের আরেকটি অগোছালো পারফরমেন্সের সুযোগে লটারো মার্টিনেজের গোলে ইন্টারের জয় নিশ্চিত হয়। ১৯৯৭ সালের পর এটাই নেপলসে ইন্টারের প্রথম জয়। ম্যাচ শেষে নাপোলি কোচ জেনারো গাট্টুসো বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি মারাত্মক ভুল করেছি। যে কারনে আমাদের তিনটি গোল হজম করতে হয়েছে।’ তুরিনে টানা পঞ্চম লিগ ম্যাচে গোল পেয়েছেন রোনাল্ডো। আর বড় এই জয়ে ল্যাজিওর বিপক্ষে ইতালিয়ান সুপার কাপের পরাজয়ের পর আবারো জয়ের ধারায় ফিরেছে তুরিনের জায়ান্টরা। ম্যাচ শেষে হ্যাটট্রিকম্যান রোনাল্ডো টুইটারে লিখেছেন, ‘হ্যাটট্রিক ও জয়ের মধ্য দিয়ে ২০২০ শুরু করার অনুভূতিটা অসাধারন।’ ৪৯ মিনিটে রোনাল্ডো ডেডলক ভাঙ্গলে এগিয়ে যায় জুভেন্টাস। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন পর্তুগীজ এই সুপারস্টার। ৮১ মিনিটে বদলী খেলোয়াড় গঞ্জালো হিগুয়েইনকে দিয়ে তৃতীয় গোলটি করানোর মিনিটখানেক পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন রোনাল্ডো। লিগে এই নিয়ে ১৩টি গোল করলেন ৩৪ বছর বয়সী রোনাল্ডো। লুকাকু ও রোনাল্ডোর গোল অবশ্য জøাটান ইব্রাহিমোভিচের এসি মিলানের হয়ে সিরি-এ লিগে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অনেকটাই ঢাকা পড়ে গেছে। সাম্পদোরিয়ার সাথে গোলশূন্য ড্র হওয়া ম্যাচের ৫৫ মিনিটে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন এই সুইড তারকা। অক্টোবরে মেজর লিগ সকার ক্লাব এলএ গ্যালাক্সি ছাড়ার পর আর মাঠে নামেননি ৩৮ বছর বয়সী ইব্রা। পোলিশ স্ট্রাইকার কিরজিসটো পিয়াটেকের পরিবর্তে তিনি মাঠে নেমেছিলেন। এ সময় সান সিরোর সমর্থকরা তাকে দারুনভাবে স্বাগত জানিয়েছে। গত সপ্তাহে তিনি ক্লাবের দ্বিতীয়বারের মত যোগ দেন। কিন্তু ইব্রাকে দলে পেয়েও তা কাজে লাগাতে পারেনি এসি মিলান। এই নিয়ে টানা তিন ম্যাচে জয়বিহীন থাকা মিলানের লিগ টেবিলে বর্তমান অবস্থান ১২তম। সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পথে আরো ১৩ পয়েন্ট দূরে রয়েছে। ২০১৩-১৪ মৌসুমের পর থেকে তারা আর এই প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেনি।