ফ্রেঞ্চ জাতীয় সংগীতকে অবমাননার দায়ে আলবেনিয়ার জরিমানা

0
274

খুলনাটাইমস স্পোর্টস : মধ্য নভেম্বরে ইউরো ২০২০ বাছাইপর্বে ফ্রেঞ্চ জাতীয় সংগীতকে অবমাননার দায়ে আলবেনিয়া ফুটবল ফেডারেশনকে ৫ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
এর আগে সেপ্টেম্বরে ফ্রান্সের মাটিতে আলবেনিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে এন্ডোরার জাতীয় সংগীত বাজানো হয়েছিল। এতে আলবেনিয়ান সমর্থকরা ক্ষিপ্ত হয়ে সঠিক সংগীত না বাজানো পর্যন্ত বিরোধীতা করতে থাকে। এর ফলে পাঁচ মিনিট দেরীতে ম্যাচটি শুরু হয়েছিল। তারই প্রতিবাদ হিসেবে ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে তাদের সংগীত বাজানোর সময় অবজ্ঞা করেছিল আলবেনিয়ানরা।
এই ভুলের কারনে ফ্রান্সকে ২০ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা। ফ্রেঞ্চ রাষ্ট্রপতি ম্যাকরন এই ঘটনায় আনুষ্ঠানিক ক্ষমা জানিয়েছিলেন।
দুই ম্যাচেই ফ্রান্স যথাক্রমে ৪-১ ও ২-০ গোলে জয়ী হয়ে ইউরো ২০২০’র চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।