রুবিনার বিশেষ গান

0
399

খুলনাটাইমস বিনোদন: প্রথমে ছবির নাম ‘দুদু মিয়া’ রাখা হলেও সম্প্রতি এ ছবির নাম পরিবর্তন করে ‘ফরায়েজী আন্দোলন’ রেখেছেন নির্মাতা ডায়েল রহমান। ছবিটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। তিনি বলেন, ঐতিহাসিক গল্পের এই চলচ্চিত্রে দুদু মিয়া চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন নওশীন। আর ছবির বিশেষ একটি গানে দর্শকরা নিঝুম রুবিনাকে দেখতে পাবেন। অক্টোবরে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে নিঝুম রুবিনা বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম ‘ফরায়েজী আন্দোলন’ ছবিতে বিশেষ একটি গানে কাজ করলেন। এ বিষয়ে তিনি বলেন, টঙ্গীতে এ গানটির শুটিং হয়েছে। ছবিটির বিশেষ এই গানটিতে দর্শকরা আমাকে ভিন্ন রূপে দেখতে পাবেন। ‘নেশার ঘোর কেটে গেলে’ শিরোনামের এ গানটি গেয়েছেন ইসমত আরা ইভা। গানটির সুর ও সংগীত করেছেন শিহাব রিপন। কাজটি ভিন্ন আয়োজনে হয়েছে বলেই আমি করেছি। উল্লেখ্য, ছবিটি ২০১২ সালে এ ছবির কাজ শুরু হলেও নানা কারণে মাঝে ছবির কাজটি বন্ধ ছিল। অবশেষে ছবির কাজ শেষ করেন নির্মাতা। ফরায়েজী আন্দোলনের নেতা দুদু মিয়ার সংগ্রাম ও জীবন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।