রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলো ফেসবুক গ্রুপ “প্রিয় টুঙ্গিপাড়া”

0
925

খুলনাটাইমস প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাতের বেলায় করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফেসবুক গ্রুপ “প্রিয় টুঙ্গিপাড়া” ও রক্ত দান সেবা মূলক সংগঠন “রক্তিম”র সদস্যবৃন্দ।

বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ টা সাবান ও আধা কেজি লবন।

আজ বুধবার রাতে করোনায় ক্ষতিগ্রস্ত নিন্মআয়ের ৬০ জন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে ফেসবুক গ্রুপ “প্রিয় টুঙ্গিপাড়া” ও “রক্তিম” সংগঠনের সদস্যবৃন্দ।

প্রিয় টুঙ্গিপাড়া ও রক্তিম সংগঠনের সদস্যরা জানান, করোনা মোকাবেলায় ‌সারা দেশের ন্যায় টুঙ্গিপাড়ায় ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও মুদি দোকানীরা দোকান খোলে কিন্তু সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। তাই বিপাকে পড়েছেন সমাজের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তাই এসব খাদ্য সামগ্রী বিতরন করে তাদের কষ্ট দূর করার সামান্য প্রচেষ্টা করেছি মাত্র।