রংবাজি দিয়ে চালু হচ্ছে বন্ধ থাকা সিনেমা হল

0
320

টাইমস বিনোদন:
করোনা মহামারির কারণে দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে যায় গত বছরের ২৬ মার্চ। করোনার প্রকোপ কমার পর ১৬ অক্টোবর সরকার সিনেমা হল খুলে দেয়ার ঘোষণা দেয়। কিš‘ তাতে কিছু সিনেমা হল খুললেও বেশির ভাগই বন্ধ থাকে। নতুন ছবি মুক্তি পেলেও দর্শক সেগুলোতে তেমন একটা সাড়া দেয়নি। এর মধ্যে এখন চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে দেশে তেমন একটা প্রভাব না ফেলায় হল খোলা রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। এই সময় মুক্তি পা”েছ ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ নামের একটি সিনেমা। আগামী ৫ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পাবে। পরিচালক কমল সরকার জানান, তার সিনেমার মুক্তি উপলক্ষে চালু হ”েছ বন্ধ থাকা বেশকিছু সিনেমা হল। সেগুলোর মধ্যে আছে নারায়ণগঞ্জের মেট্রো সিনেমা, ভৈরবের মধুমতি, সিরাজগঞ্জের রজনীগন্ধা, মমতা, মুন্সিগঞ্জের পান্না, ডেমরার রানীমহল, রংপুরের শ্যামলী, পটুয়াখালীর তিতাস। প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা এবং পরিচালনা করেছেন কমল সরকার। এমএ কাইয়ুমের চিত্রগ্রহণে অভিনয় করেছেন বিন্দিয়া, ইউসুফ রনি, অরিন, অমিত হাসান, কাজী হায়াৎ, সুব্রত, কোবরা, নাসরিন, জ্যোতি, শামীম খান, গুলজার খান প্রমুখ।