মালিক সমিতির উদ্যোগ, কুল্যা টু দরগাহপুর বাঁকা সড়ক সংস্কার

0
481

মইনুল ইসলাম॥
আশাশুনি উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে কুল্যার মোড় টু দরগাহপুর বাঁকা সড়ক একটি। এ রাস্তা দিয়ে বাস, ট্রাক, মাইক্রো, মাহিন্দ্র, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে। আশাশুনি উপজেলার কুল্যা, কাদাকাটি, দরগাহপুর, বড়দল, আনুলিয়া, খাজরা, প্রতাপনগর ইউনিয়নের মানুষের জেলা ও উপজেলা সদরের সাথে সড়ক পথে যোগাযোগের রাস্তা এটি। এছাড়া খুলনার পাইকগাছা, কয়রা ও সাতক্ষীরার তালা উপজেলার মানুষও চলাচল করে এ সড়ক দিয়ে। এ রাস্তাটির সাথে এলাকার মানুষের জীবন জীবকা ও উন্নয়ন যেমন জড়িত, তেমনি দেশের উন্নয়ন অগ্রগতিও জড়িত। এসব ইউনিয়নের একটি বৃহৎ এলাকা জুড়ে রপ্তানিযোগ্য বাগদা, গলদা চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ (রুই, কাতলা, পারশে, ভেটকি ইত্যাদি) উৎপাদিত হয়ে থাকে। প্রতিদিন কুল্যা-দরগাহপুর সড়ক দিয়ে পরিবহন যোগে এই এলাকায় উৎপাদিত মাছ ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন ও বিদেশে রপ্তানি হয়ে থাকে। কুল্যা থেকে দরগাহপুর পর্যন্ত সড়কটির গুনাকরকাটি বাজার সংলগ্ন এলাকায়, বাহাদুরপুর এলাকাজুড়ে, কচুয়া ঋষিপাড়া এলাকায়, হলদেপোতা থেকে শ্রীধরপুর মোড়ের কিছু অংশে এবং দরগাহপুর এলাকায় সড়কের বিভিন্ন অংশে পিচ পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়কটি দীর্ঘদিন চলাচলে অনুপযোগী থাকায় সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোস ও মাইক্রোবাস মালিক সমিতি কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। শনি ও রবিবার সড়কের মধ্যে সৃষ্টি হওয়া ছোট বড় গর্ত ইট দিয়ে ভরাট করেন বাস মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ। এসময় দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর মোড় থেকে হোলদেপোতা এবং কাদাকাটি থেকে কুল্যার মোড় পর্যন্ত পর্যায়ক্রমে সড়কের ছোট বড় গর্ত ভরাট করা হয়। সংস্কারকালে আশাশুনি-সাতক্ষীরা টু বাঁকা সড়কের লাইন সেক্রেটারী রাজু আহম্মেদ, সময়নিয়ন্ত্রন কর্মকর্তা এস এম শাহীন আলম, শাহিনুর রহমান, জিয়ারুল ইসলাম, মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় কয়েকজন পথচারী জানান, এই সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির মধ্যে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায় সময় দূর্ঘটনা ঘটে। পূর্ণ সংস্কার না হলেও সড়কটির মধ্যে ছোট বড় গর্ত ইট দিয়ে ভরাট দেওয়ায় যানবাহন কিছুটা নিরাপদে চলাচল করতে পারবে। তাই সড়কটি পূর্ণ সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।