মনু নদীর সেচ প্রকল্প: প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ

0
146

টাইমস ডেস্ক:
মৌলভীবাজারের ‘মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন’ প্রকল্পে পাম্প কেনায় দুর্নীতির অভিযোগের মামলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আবু তালেবকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুজ্জামান লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। পরে আমিন উদ্দিন মানিক জানান, মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন প্রকল্পের প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখিয়ে ৩৪ কোটি বিয়াল্লিশ লাখ টাকা পরস্পর যোগসাজশের মাধ্যমে ক্ষতি করার অভিযোগে ২১ অক্টোবর মামলা করে দুদক। এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন প্রকৌশলী মো. আবু তালেব। তার আগাম জামিন হয়নি, তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আমিন উদ্দিন মানিক।