পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও দখলের ঘটনায় পাল্টা-পাল্টি অভিযোগ

0
198

কপিলমুনি প্রতিনিধি: পাইকগাছায় জেলা পরিষদের ডিসিআর নিয়ে সেখানে ঘর নির্মাণকালে প্রতিপক্ষরা বাঁধা সৃষ্টি করে হুমকি-ধামকির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তিপূর্ণ স্থিতিবস্থা বজায় রাখতে নির্দেশ দিলেও ব্যবায়ীরা পাল্টা তাদের ব্যবসায়ীক স্থাপনা ভাংচুরের অভিযোগ এনেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগে পাইকগাছা পৌরসভার বান্দিকাটির মৃত এস,এম, শওকত আলীর ছেলে এ্যাডঃ এসএম মুজিবর রহমান জানান, তারা কয়েক জন ডিসিআর মূলে কর-খাজনা দিয়ে ২০১৭ সাল থেকে বান্দিকাটির পুকুর পাড়ে জেলা পরিষদের জায়গায় পূর্বপাড় শেড বাদে ২ হাজার ১শ স্কয়ার ফুট জমি ডিসিআর মূলে বন্দোবস্ত গ্রহণ করেন। চলতি বছরে ডিসিআর নবায়ন করে শান্তিপূর্ণ অবস্থানে রয়েছেন বলে দাবি করেন।
এ ঘটনায় এ্যাডঃ মুজিবর রহমান আলাউদ্দীন গাজী, মজিদ গোলদার গংদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন বলে জানানো হয়েছে। ইতোপূর্বে ২০১৮-১৯ সালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তারা মজিদ গোলদার গংদের জেলা পরিষদের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করেন বলেও জানানো হয়।
অন্যদিকে স্থানীয় আলাউদ্দীন গাজী, মজিদ গোলদার গংরা জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উক্ত মুজিবর গংরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আকষ্মিক হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে দখলের চেষ্টা চালায় বলে থানায় পাল্টা অভিযোগ করেছেন।