নিয়ম না থাকলেও মোংলায় পরীক্ষার হল পরিদর্শনে ইউপি মেম্বর!

0
361

মোংলা প্রতিনিধি : শিক্ষা কিংবা প্রশাসনের কোন কর্মকর্তা নয়, স্থানীয় এক ইউপি সদস্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এমনকি প্রশাসনের কড়া নজরদারী থাকা সত্বেও কিভাবে ওই জনপ্রতিনিধি পরীক্ষা কেন্দ্রে ঢুকলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। বার্ষিক পরীক্ষা চলাকালে মোংলা উপজেলার জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষার হল পরিদর্শনের একটি ছবি ওই মেম্বর নিজেই তার ফেসবুকে শেয়ার আপলোড করেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় নানা ধরণের মন্তব্য। ওই ইউপি সদস্য উপজেলার চিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ ওলিয়ার রহমান।

জয়মনি মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক সরদার জালাল উদ্দিন জানান, এখন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে কোন ইউপি মেম্বর হলে ঢুকতে পারবেন না। জনপ্রতিনিধির হলে প্রবেশেরও কোন নিয়মই নেই, তবে ওই মেম্বর কখন ঢুকেছের তা তিনি দেখেননি বলে দাবী করেছেন।

মেম্বর ওলিয়ার রহমানের ফেসবুকে দেখা যায়, তিনি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করছেন, এ সময় হলটিতে এক শিক্ষিকাও কর্তব্যরত রয়েছেন। তবে স্থানীয়রা বলছেন, কিভাবে সে পরীক্ষার হলে ঢুকেন এবং পরিদর্শন করেন, সেতো প্রশাসনিক কোন কর্মকর্তা নন। তবে এ ব্যাপারে ইউপি মেম্বর ওলিয়ার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন কোন জনপ্রতিনিধির হল পরিদর্শনের নিয়ম নেই, মেম্বরের হল পরিদর্শনের ছবিটি আমি দেখেছি, এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।