নাগরিকত্ব আইনবিরোধী মিছিল থেকে কানহাইয়া কুমার আটক

0
226

খুলনাটাইমস বিদেশ : বিহারে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে মিছিল থেকে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআিই) নেতা ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিহারের বেতিয়া জেলার ওই কর্মসূচি থেকে কানহাইয়া কুমারসহ বেশ ক’জন বাম নেতাকর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এনআরসি প্রক্রিয়ার শুরু এবং সিএএ পাস হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব কানহাইয়া কুমার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। এই আইনের বিরুদ্ধে ‘সংবিধান বাঁচাও-নাগরিকত্ব বাঁচাও’ স্লোগানে জন-গণ-মন যাত্রার ডাক দিয়েছেন তিনি। কর্মসূচিটি পশ্চিমী চম্পারণের গান্ধীজির আশ্রম থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা। তবে মিছিল শুরুর আগেই কানহাইয়া কুমার ও তার কয়েকজন সহযোগীকে তুলে নিয়ে যায় পুলিশ। সেখান থেকেই বাম এ নেতা টুইট করেন, ‘আজ বাপু-ধাম চম্পারণে গান্ধীজির কাছে মাথা নত করে দরিদ্রবিরোধী সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এক মাসব্যাপী জন-গণ-মন যাত্রা শুরু করতে বেতিয়া যাচ্ছিলাম। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই যাত্রায় যোগ দিতে উপস্থিত হয়েছি, তবে প্রশাসন কিছুক্ষণ আগে আমাদের সকলকে হেফাজতে নিয়েছে।’ এদিকে কানহাইয়া কুমারকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে চম্পারণের গান্ধী আশ্রমের বাইরে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। সিএএ পাসের সময় নরেন্দ্র মোদি-অমিত শাহ সরকারের তরফ থেকে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ‘ধর্মীয় নির্যাতনের শিকার’ হয়ে যাঁরা ভারতে আশ্রয় নেবেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। যদিও বাংলাদেশসহ প্রতিটি দেশ তাদের ভূখন্ডে ‘ধর্মীয় নির্যাতনের’ অভিযোগ উড়িয়ে দিয়েছে। এ আইনের বিরুদ্ধে ভারতের নাগরিক সমাজ বলছে, আইনটির কারণে ভারতে সাম্প্রদায়িক বিভাজন মারাত্মক আকার ধারণ করবে। মৌলিক মানবাধিকার বঞ্ছিত হবেন অহিন্দুরা।