ইরানে করোনায় মৃত্যু বেড়ে ৪৩৫৭, শনাক্ত ৭০ হাজার

0
197

খুলনাটাইমস বিদেশ : এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানেই বর্তমানে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। বেশ কিছুদিন আগেই করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দেশটি। কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান এ পরিস্থিতি সামলাতে হাঁপিয়ে উঠেছে। সরকারি হিসেবে এরই মাঝে সেখানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১২৫ জনের। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা এ তথ্য জানায়। রাষ্ট্রী টেলিভিশনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, শেষ ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে ১ হাজার ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে মোট ৭০ হাজার ২৯ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৯৮৭ জনের অবস্থা গুরুতর বলে জানান জাহানপুর।