নগরীতে মহিলা দলের মানববন্ধন অনুষ্ঠিত

0
367

প্রেস বিজ্ঞপ্তিঃ গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারকে রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর মহিলা দল। কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১ টায় শুরু হওয়া ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের সভাপতি রেহানা আক্তার। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও মহানগর কমিটির সভাপতি সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মীর কায়েসদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এ্যাড. এস আর পারুক, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, ইকবাল হোসেন খোকন, এ্যাড. গোলাম মাওলা, শেখ সাদী, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল। মহিলা দল নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, কোহিনুর বেগম, কাউন্সিলর মাজেদা খাতুন, অনজিরা খাতুন, রোকেয়া ফারুক, হাসনা হেনা, মুন্নি জামান, কওসারী জাহান মঞ্জু, লুৎফর নাহার লাভলী, নাসরিন হক শ্রাবণী, পারুল প্রমুখ।
সভায় বক্তারা গ্রেনেড হামলা মামলার রায়কে ফরামায়েশি অভিহিত করে বলেন, বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতেই গণভবন থেকে পাঠানো রায় কার্যকর করা হয়েছে। বক্তারা বলেন, দেশে আর কখনো ৫ জানুয়ারীর মতো নির্বাচন হবেনা। দেশে অচিরেই পট পরিবর্তন ঘটবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ ভোটের অধিকার ফিরে পাবে।