দেবহাটায় সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে জুম মিটিং: কঠোর অবস্থানে প্রশাসন

0
207

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলাব্যাপী এক সপ্তাহের কড়া লকডাউন বাস্তবায়নে সভা করেছেন দেবহাটা উপজেলা প্রশাসন। শুক্রবার বিকাল ৬টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ,  দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ সকল ইউপি সচিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া নির্দিষ্ট সময়ে জরুরী সেবা (ঔষধের দোকান, কাঁচা মালের দোকান, নিত্যপ্রয়োজনীয় দোকান) ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।