দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রস্তুতি সভা

0
348

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১২টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, দেবহাটা থানার এসআই আবু হানিফ, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণাব কুমার মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। এবছর উপজলা চত্বরে অবস্থিত শহীদ মিনারের পাশ্ববর্তী জায়গায় মসজিদ কমপ্লেক্স নির্মান করায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে ২১ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২.০১ মিনিটে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, কালো ব্যাচ প্রদান, র‌্যালী, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।