দেবহাটার সিমান্ত এলাকায় রাত ১০টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

0
651

সিদ্ধান্ত : উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও সাধারণ সভায়

আব্দুর রব লিটু : দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সাধারন সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান , সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ,মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পশ, এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়,দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, বিজিবির দেবহাটা কোম্পানী কমান্ডার ফরিজুল ইসলাম,দেবহাটা থানার এসআই হানিফ, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল , ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান সরকারে বাল্য বিবাহ প্রতিরোধ করে জিরো টলারেন্সে আনার ঘোষনা বাস্তবায়নের জন্য এর কুফল নিয়ে সচেতনা বৃদ্ধির বিষয়ে আলোাচনা হয়।বাল্য বিবাহের সাথে জড়িতদের কেবলমাত্র মুচলেকা নিয়ে শেষ না করে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে শাস্তির ব্যবস্থা জোরদারের বিষয়ে সিদ্ধান্ত হয়।একই সাথে মাদক ও চোরাচালান বিষয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য সীমান্তের পার্শ্ববর্তী বাজারের কার্য্যক্রম রাত ১০টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত এবং ইছামতি নদীথেকে বালু উত্তোলন করে দেবহাটা বাজার সংলগ্ন বালু রাখার স্থানসহ নদীর পাড়ে বালু রাখার ক্ষয় ক্ষতির বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।