দেবহাটায় রোভিং সেমিনার ও বীজ ও রাসায়নিক সার বিতরন

0
169

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় রোভিং সেমিনার ও বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। সোমবার ২০২১-২০২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য প্রদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বিআরডিবি হলরুমে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষিবিদ শওকত উসমান সহ কৃৃষক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ।
এদিকে, ২০২১-২২ অর্থ বছরে খরিপ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণাদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর সহ উপকারভোগী বৃন্দ উপস্থিত ছিলেন।