খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
717

বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাত পণ্য তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বডুয়া এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে নগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং পোড়া তেলে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় ছালছাবীল সুইটস এন্ড কনফেকশনারি কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই অপরাধে নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অসাধু ব্যবসায়ীদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয় এবং দ্রুত সময়ে মিষ্টি তৈরির কক্ষ সংস্কারের জন্য নির্দেশ প্রদান করা হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অংশ নেয়।