দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে আ.ফ.ম রুহুল হক এমপি: আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে

0
760

আব্দুর রব লিটু: আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ আজ স্বাধীন ভাবে আনন্দ মূখর পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশের প্রতিটি মানুষ তাদের যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারছে। জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে এদেশের সকল ধর্মের মানুষ বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়। দেবহাটায় দূর্গা পুজায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। শনিবার বিকাল ৫টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পূজা উৎযাপন কমিটির নের্তৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, জর্জ কোর্টের সাবেক পিপি এড. ওসমান গনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা। বিকাল থেকে দেবহাটা উপজেলার বহেরা সার্বঃদূর্গা পূজা মন্ডপ, কুলিয়া সার্বঃদূর্গা পূজা মন্ডপ, গাজীর হাট সার্বঃদূর্গা পূজা মন্ডপ, দক্ষীন পারুলিয়া জেলিয়াপাড়া সর্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সখিপুর পালপাড়া সার্বঃদূর্গা পূজা মন্ডপ, সন্ন্যাসখোলা সার্বঃদূর্গা পূজা মন্ডপ, উত্তর পারুলিয়া সার্বঃদূর্গা পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।