দাকোপে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা কার্ডের উদ্বোধন

0
203
ai

চালনা প্রতিনিধি:
দাকোপে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা ও হেলথ্ কার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে এবং কেএমএসএস (ইএইচডি) প্রকল্পের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগের পরিচালক স্বাস্থ্য ডাঃ রাশেদা সুলতানা। সভায় স্বাগম বক্তৃতা করেন কেএসএসএস’র নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু। বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, খুলনা জেলা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী। অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীপা রায়, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, সরোজিত রায়, মাসুম আলী ফকির, মিহির মন্ডল, ইএইচডি প্রকল্পের নরেশ চন্দ্র দাস, মোঃ জাকির হোসেন, মোঃ আমিনুল ইসলাম,ডাঃ জিন্নাত আরা অ্যানি উপজেলা কেএসএসএস ম্যানেজার সিদ্কিুর রহমান নাহিদ প্রমুখ। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিন উক্ত প্রকল্পে উপজেলার ৪ হাজার ৫শ’ অতিদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারকে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। যার মাধ্যমে ১৮ হাজার ৫শত সুবিধাবঞ্চিত জনগণ আগামী দুই বছর যাবৎ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সভাশেষে হেলথ্ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবার কার্ডের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।