দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

0
155

দেবহাটা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী উপজেলা বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুষ্পস্থাপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। এতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারি কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস,এম জামিল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।