মুক্তিযোদ্ধা ও গুনীজনদেও সংবর্ধনা প্রদান হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন’র

0
341

বিজ্ঞপ্তি : হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশন, খুলনা বিভাগ এর উদ্যোগে ১৫ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৬ জন গুনিজনকে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো জানানো হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান মিলটন’র সভাপতিত্বে স্বাধীনতাত্তোর মানবাধিকার উন্নয়ন, মুক্তিযোদ্ধা ও গুনীজন সংবর্ধনা-২০১৮ শীর্ষক শিরোনামে এক অনুষ্ঠানে খুলনা বিভাগীয় যাদুঘর মিলনায়তনে শনিবার সকাল ১১ টায় এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি সাবেক মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. কে এম ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চেয়ারপারসন ও সিইও এড. মাহমুদা আখতার। সংগঠনের খুলনা মহানগর কমিটির সাধারন সম্পাদক এ্যাড. মাছুম বিল্লাহর সঞ্চালনায় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল ফজলুল হক, ডাইরেক্টর (কমিউনিকেশন) তৌহিদ হোসেন, ডাইরেক্টর (অর্গানাইজিং এন্ড ইনভেস্টিগেশন) মোহাম্মদ জিয়াউল হাসান, ডাইরেক্টর (ফাইনান্স) নাজমুল করিম, ডাইরেক্টও (এ্যডমিনিসষ্ট্রেশন) ড. সেলিনা সুরভী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা বিভাগের সাধারণ সম্পাদক এ্যাড. সাহারা ইরানি পিয়া।

অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধাগন হলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ইউনিট কমান্ড এর কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, খুলনা জেলা ইউনিট এর কমান্ডার আলহাজ সরদার মাহবুবার রহমান, যুদ্ধকালিন মুজিব বহিনী বৃহত্তর খুলনা জেলা এর ডেপুটি কমান্ডার শেখ ইউনুস আলী, খুলনা জেলা ইউনিট এর সাবেক জেলা কমান্ডার নূর ইসলাম বন্দ, ডেপুটি কমান্ডার খাঁন মোহাম্মদ আলী, প্রাক্তন জেলা ডেপুটি কমান্ডার মোঃ আতিয়ার রহমান মোড়ল, সহকারী কমান্ডার (শ্রম ও জনশক্তি) নূরুল ইসলাম মনু, খুলনা মহানগর ইউনিট কমান্ড, সহকারী কমান্ডার আলহাজ শহীদুল ইসলাম, সহকারী কমান্ডার এ কে মকবুল হোসেন মিন্টু, খুলনা সদর থানা কমান্ড, কমান্ডার মোঃ মোস্তাক আবেদীন, খালিশপুর থানা কমান্ড’র কমান্ডার শেখ হাবিবুর রহমান, সোনাডাঙ্গা থানা কমান্ড’র কমান্ডার শেখ সারাফাত উদ্দিন আহম্মদ, দৌলতপুর থানা কমান্ড’র কমান্ডার মোশারফ হোসেন, খানজাহান আলী থানা কমান্ড’র কমান্ডার স ম রেজওয়ান আলী, খুলনা জেলা ইউনিট সহ কমান্ড, মোঃ ইদ্রিস আলী মোল্লা। এছাড়া সম্মানিত গুনিজনরা হলেন, বাংলদেশ মেডিকেল এ্যসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ডা. বাহারুল আলম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্ময়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, শহর সমাজ সেবা কার্যলয়-১, খুলনার সমাজ সেবা কর্মকর্তা, আবিদা আফরিন, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খুলনা নার্গিস ফাতেমা জামিন, এইচ এস ট্রেড ইন্টান্যাশনাল, খুলনার স্বতাধীকারী শেখ আবিদ হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া জেলা কমিটি, খুলনা মহানগর কমিটি, সদর থানা কমিটি, খানজাহান আলী থানা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন খুলনা বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া তুহিন, খুলনা মহানগর কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি এস এম শাহারিয়ার হাসান বাবু, যুগ্ম সম্পাদক রোকেয়া রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম জি নেওয়াজ, অর্থ সম্পাদক জেসমিন আরা পাভিন, দপ্তর সম্পাদক মোঃ শাওন ভুইয়া, সদস্য এ্যাড তাজুল ইসলাম, এ্যাড প্রতাপ সরকার, মোয়াম্মের আব্দুল­াহ, এস এম সেলিম-উর-রেজা, রাকিব হাসান।