দেবহাটার আকাশে ড্রোন উড়িয়ে এবার আড্ডাবাজদের সতর্ক করলো পুলিশ

0
369

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটা গাজীর হাটে ড্রোন উড়িয়ে এবার আড্ডাবাজদের সনাক্ত করে প্রাথমিক ভাবে সতর্ক করলো পুলিশ। বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস প্রাকোপ যখন বাংদেশেও প্রভাব বিস্তার করে চলেছে। দেশব্যাপী এ প্রকোপ কমাতে সরকারের পাশাপাশি দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। দেশের মানুষকে ঘরে রাখাসহ বিভিন্ন ভাবে সচেতন করার কাজে ব্যস্ত সময় পার করছে দেবহাটা থানা পুলিশ। কিন্তু নিয়ম মানছেনা কিছু বখাটে আড্ডাবাজ ।তাদেরকে ধরতে, বাজার মনিটরিংসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আবারও দেবহাটা থানা পুলিশ উন্নত প্রযুক্তির ড্রোন ক্যামেরা উড়িয়ে দিল গাজীর হাট বাজারে। বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে উপজেলার গাজির হাটে আবারো ড্রোন ক্যামেরার ব্যাবহার করা হয়।এতে আড্ডাবাজদের সনাক্ত করে প্রাথমিকভাবে তাদের কে সতর্ক করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, ড্রোন অপারেটর সাকিব জামান সহ থানা পুলিশের সকল সদস্যরা। দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলী বলেন, ড্রোন ক্যামেরার ব্যাবহারের ফলে যারা সরকারের নির্দেশ অমান্য করে অকারনে বাইরে ঘোরাঘুরি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।