অনুযোগ : করোনায়ও কর্মীদেরই খোঁজ নেন না খুলনা জাপা’র সুবিধাভোগীরা

0
258

নিজস্ব প্রতিবেদক:
খুলনায় জাতীয় পার্টির নেতাকর্মীরা মানবেতর জীপনযাপন করছেন। দীর্ঘ এক মাস করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় এমন চিত্র। এতে খাদ্য সংকটে অতিকষ্টে দিনযাপন করছেন নেতাকর্মীরা। অথচ জাতীয় পার্টির এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল (শফিকুল ইসলাম মধু) দলের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, করোনাকালেও নিজ দলের নেতাকর্মীদের খোঁজ রাখছেন না। বরং ঘাপটি মেরে বসে আছেন।
বুধবার (২৯ এপ্রিল) মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অনুযোগের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাইফুল বলেন, তার জানা মতে দলীয় যে সুযোগ-সুবিধা আছে, তা সে ভোগ করেন। অথচ তিনি তা স্বীকার না করে বলেন, নিজ যোগ্যতায় কাজ নেই, কাজেই কেন দলীয় কর্মীকে সাহায্য করবো?
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও খুলনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু মুঠোফোনে খুলনাটাইমসকে বলেন, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। বরং এমন অভিযোগ তুলে রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার দায়ে অভিযোগকারীর বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।