ডুমুরিয়া একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশে টনক নড়েছে পাউবো’র : থানায় এজাহার দায়ের

0
181

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় পাউবো’র মাটি গিলে খাচ্ছে ইট ভাটায়” শিরোনামে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। তথ্য বহুল সচিত্র সংবাদ প্রকাশের পর ঘটনার সত্যতা পেয়ে অবশেষে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এটি সরকারী সম্পদ রক্ষার্থে যুগান্তকারী পদক্ষেপ বলে এলাকাবাসি জানিয়েছেন। প্রসঙ্গতঃ উপজেলার কাঁঠালতলা-মাগুরখালী সড়কে ১৭/২ পোল্ডারের কুলবাড়ীয়া ¯øুইচ গেটের নিকটবর্তী এলাকায় স্থানীয় কুলবাড়ীয়া এলাকার রুহুল আমিনের ছেলে আব্দুল হাই পাউবো’র প্রায় ১ একর জমি অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছে। সম্প্রতি ২/৩ দিন ধরে ওই ভেঁড়ীবাঁধের নীচে স্কেভেটর দিয়ে বিশাল গর্ত করে খননকৃত সরকারি মাটি চড়া মূল্যে ইটভাটায় সরবরাহ করা হয়। এ নিয়ে স্থানীয় একাধিক লোকজন ও ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না জোরালো অভিযোগ করে জানিয়ে ছিলেন কুলবাড়ীয়া এলাকার রুহুল আমিনের ছেলে আব্দুল হাই পাউবো’র প্রায় ১একর জমি অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছে। এরমধ্যে ২/৩ দিন ধরে স্কেভেটর দিয়ে ¯øুইচ গেটের নিকটে পাউবো’র ভেঁড়ীবাঁধের নীচ থেকে মাটি খনন করে স্থানীয় আজিজুল ইসলাম মোড়লের এডিবি নামক ইটভাটায় চড়াও দামে ওই মাটি বিক্রি করা হয়। তারা আরও অভিযোগ করে বলেছিলেন মাটি বহনকৃত ভারী যানবাহন ওঠা-নামায় ও চলাচলে কার্পেটিং সড়কে ফাটল দেখা দিয়েছে,ধ্বস নেমেছে সড়কের পাশ। এছাড়া সড়কে কাদামাটি পড়ায় ঝুঁকির মধ্যদিয়ে চলতে হচ্ছে প্রতিটি যানবাহন। বিষয়টি খুবই নেক্কারজনক উল্লেখ করে ওই ইউপি সদস্য এটি বন্ধ ও এর সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি জানিয়ে ছিলেন।এ প্রসঙ্গে মাটি খননের সত্যতা স্বীকার করে আব্দুল হাই বলেন, মাটি বিক্রয়ের বিষয়টি সত্য নয় তবে ভটা মালিক আজিজুল তার স্কেভেটর দিয়ে মাটি খনন করে নিজ দায়িত্বে ওই মাটি তার ভাটায় নিয়েছে।এটা যে বে-আইনি তা আমার জানা ছিলনা। এ প্রসঙ্গে পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাত্যুজ্জামান বলেন বিভিন্ন পত্রিকায় সচিত্র প্রতিবেদন দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।