শরণখোলায় ১ হাজার পরিবারকে খাদ্য বিতরণ

0
296

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যা সহায়তা পৌছে দেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা ভাইরাসের কারনে প্রতিদিনের আয় বন্ধ থাকায় উপজেলার চারটি ইউনিয়নের ৫ হাজার ৬শ’ নিম্ন আয়ের পরিবারের তালিকা তৈরী করে জেলায় পাঠানো হয়। তালিকায় ভিক্ষুক, দিনমজুর, ভ্যান চালক, প্রতিবন্ধি ও ছিন্নমুল পরিবারের নাম রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সহায়তার জন্য ইতিমধ্যে ১০ মেট্রিকটন চাল ও ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই বরাদ্দ দিয়ে ১ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি মশুর ডাল ও একটি সাবান বিতরন করা হয়। বাকীদের মধ্যে বরাদ্দ সাপেক্ষে বিতরন করা হবে।
এছাড়া চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ার কারনে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন একই ধরনের ২শ’ প্যাকেট খাদ্য সহায়তা ইউএনও’র কাছে তুলে দেন। এদিকে, চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় জন প্রতিনিধিরা বিপাকে পড়েছেন বলে তারা জানান।