খুলনা উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
882

বিজ্ঞপ্তি : বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রি বøাড গ্রæপিং, আলোচনা সভা, ভিডিও শো, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে শনিবার খুলনা উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল দশটায় শহীদ হাদিস পার্কে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি বøাড গ্রæপিং কর্মসুচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, মহাসচিব এম এ কাশেম, ভাইস চেয়ারম্যান হাসিবুর রহমান হাসিব, এ্যাডভোকেট আনোয়ারা মমতাজ আন্না, অধ্যক্ষ চৌধুরী মহবুবুল হক, শরীফ কারী মিজানুর রহমান, খুলনা উন্নয়ন ফোরামের যুগ্ম মহাসচিব যথাক্রমে শেখ মনির হোসেন ও এস এম মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, মোঃ আবু বকর সিদ্দীক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস জি কিবরিয়া খান, সাংস্কৃতিক সম্পাদক ফকির আমিনুর শাহ, অর্থ বিষয়ক সম্পাদক সাবের আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, জেলা যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল, এ্যাডভোকেট আইয়ুব হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা রাকিব, নিরাপদ সড়ক চাই এর সহ-সভাপতি মোঃ সেলিম খান ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, বৃহত্তর আমরা খুলনা বাসীর সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, এ্যাডভোকেট শেখ মাসুম, বনাঞ্চল উন্নয়ন ফোরামের সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইলাম, ডাঃ এ কে এম আসাদুজ্জামান, চৌধুরী হাবিবুর রহমান, অধ্যাপক মোশারেফ হোসেন, ইফফাত তানিয়া ন্যান্সী প্রমুখ।
সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি বøাড গ্রæপিং কর্মসুচি অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। সভায় বক্তারা বলেন, সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে অবহেলিত খুলনার উন্নয়নে আন্দোলন সংগ্রাম করে আসছে। বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়নে পদ্মা সেতুর বিকল্প নেই। কাজেই নির্ধারিত সময়ের মধ্যে পদ্মা সেতু শেষ করতে হবে। এছাড়া সভায় খুলনা আধুনিক রেল ষ্টেশন, বিমান বন্ধর, খুলনা-মোংলা রেললাইনসহ চলমান প্রকল্প দ্রæত বাস্তবায়নের আহবান জানানো হয়। #