কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

0
70

কয়রা প্রতিনিধি:
“আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণরাই মূল শক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাংলাদেশ আদিবাসী ফোরাম ও জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে এবং উদযাপন কমিটির সভাপতি তপন কুমার সরদার ও সাধারন সম্পাদক বলাই কৃষ্ণ সরদারের সার্বিক ব্যাস্থাপনায় এ উপলক্ষে ৯ আগস্ট (বুধবার) বেলা ১১ টায় র‌্যালী শেষে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য ধীরেশ প্রসাদ মাহতোর সভাপতিত্বে ও কমিটির সদস্য নিরাপদ মুন্ডা ও প্রভাত সরদারের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী। বক্তৃতা করেন ইউপি সদস্য মহাশিষ সরদার, রতন মুন্ডা, কারিতাসের মিজানুর রহমান, পরিত্রানের আলাউদ্দিন প্রমুখ।