কোভিড-১৯: প্রণোদনা বাজেট নিয়ে আলোচনা বাতিল করলেন ট্রাম্প

0
191

টাইমস বিদেশ :
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়া সংক্রান্ত একটি বিল নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নিয়ে ফের আলোচনা শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আগামী মাসের নির্বাচনে তিনিই জিততে যাচ্ছেন আর তারপর কোভিড প্রণোদনা নিয়ে একটি বিল পাস করা যাবে বলে মনে করছেন তিনি। তার এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে দরপতন দেখা যায়। চলতি বছরের জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মনুশেন ও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসির মধ্যে ওই আলোচনা শুরু হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ট্রাম্প আলোচনা বাতিলের ঘোষণা দেয়ার পর প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ট্রাম্প মার্কিন জনগণের দিকে ‘পিছন ফিরে দাঁড়িয়েছেন’। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন,“যদি আপনি কাজ হারিয়ে থাকেন, যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে থাকে, যদি আপনার শিশুর স্কুল বন্ধ থাকে, যদি আপনি আপনার এলাকার ছাঁটাই দেখেন- এর কোনোটিই ডনাল্ড ট্রাম্পের কাছে কোনো গুরুত্ব বহন করে না, আজ তিনি এমনই একটি সিদ্ধান্ত নিয়েছেন। তাই কোনো ভুল করবেন না।” “তিনি বিজ্ঞানের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন, আমাদের বীরদের তাচ্ছিল্য করেছেন, তিনি শ্রমিকদের টাকা দিতে অস্বীকার করেছেন যদি চেকের পাতায় তার নাম প্রিন্ট করা না থাকে। এটা পরিষ্কার, হোয়াইট হাউস পুরোপুরি ছত্রভঙ্গ অবস্থায় আছে,” বলেছেন প্রতিনিধি পরিষদের এ ডেমোক্র্যাট স্পিকার। করোনাভাইরাসে আক্রান্ত ট্রাম্প এর প্রতিক্রিয়ায় বলেছেন, “পাগল ন্যান্সি পেলোসি ও উগ্র বাম ডেমোক্র্যাটরা প্রণোদনার অর্থ যাদের দরকার সেসব শ্রমিকদের সঙ্গে নাটক করছে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কিন্তু ব্যর্থ এবং ব্যাপক অপরাধ প্রবণ শহর ও রাজ্যগুলোর যতœ নেই, তারা এমনটি চায়। তারা শ্রমিকদের সাহায্য করতে কখনো চায়নি, কখনো চাইবেও না।” ট্রাম্প জানান, তিনি সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেলকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তার মনোনীত অ্যামি কনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করার দিকে বেশি মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। ম্যাককনেল পরে সাংবাদিকদের বলেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা থেকে সরে আসার প্রেসিডেন্টের পদক্ষেপ সমর্থন করেন। ডেমোক্র্যাটদের সঙ্গে চুক্তি করা ‘খুবই কঠিন’ বলেও মন্তব্য করেন তিনি। বিবিসি জানিয়েছে, দুই দলের আইনপ্রণেতারাই ৩ নভেম্বরের নির্বাচনের আগে কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আরও কিছু অর্থ বরাদ্দের ব্যাপারে আশাবাদী ছিলেন, কিন্তু ট্রাম্পের টুইট সেই আশায় জল ঢেলে দিয়েছে।