যেসব কারণে ট্রাম্পের পরাজয়

0
154

টাইমস বিদেশ :
শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউসে যাওয়া নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে ট্রাম্পের হারের নেপথ্য বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে। করোনা মোকাবেলা – বিবিসির মতে, ট্রাম্পের হারের নেপথ্যে বড় কারণ হতে পারে করোনা মোকাবেলায় ব্যর্থতা। দেশটিতে এ পর্যন্ত করোনায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সর্বাধিক। সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করোনা মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার গুরুতর অভিযোগ ছিল দেশের অভ্যন্তরেই। বর্ণবাদ ইস্যু- নির্বাচনী প্রচারণা শুরুর কিছুদিন আগে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকান্ড ছিল পুরো বিশ্বজুড়ে সমালোচিত বিষয়। গত আগস্টেও পুলিশের হাতে মারা যায় আরেক কৃষ্ণাঙ্গ যুবক। শ্বেতাঙ্গ পুলিশ সদস্যদের হাতে অন্যায়ভাবে নির্যাতন ও মৃত্যুর ঘটনার পরও শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হননি ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে বসবাসরত লাখ লাখ কৃষ্ণাঙ্গ নাগরিক ছাড়াও সেখানে অবস্থানরত অভিবাসীরা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন জো বাইডেনকে। ডেমোক্র্যাট সমর্থক চাক হাওয়েনস্টেইন বিবিসিকে বলেন, ‘মানুষজন বিরক্ত। দেশে স্বাভাবিক অবস্থা দেখতে চায় তারা। একটু ভদ্রতা দেখতে চায় মানুষ। এই ঘৃণা বন্ধ হোক, এটাই কামনা। দেশ আবারও ঐক্যবদ্ধ হোক। এসব চাওয়াই জো বাইডেনকে প্রেসিডেন্ট বানিয়েছে।আয়কর না দেয়া -রাষ্ট্রকে সঠিকভাবে কখনো আয়কর দেননি ডোনাল্ড ট্রাম্প। বরং এ বিষয়ে মিথ্যা বলেছেন বারবার। তাই সাধারণ মার্কিনিরা রাষ্ট্রের প্রতি তার এ আচরণকে সহজে মেনে নিতে পারেনি। অভিবাসন নীতি-অভিবাসন নীতিতে কঠোর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বরাবরই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন ট্রাম্প। তাদের বিপদজনক ও হিং¯্র অপরাধীও বলেছেন৷ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করার পথ অবলম্বন করেছিলেন তিনি। এই পথে মহান আমেরিকা গঠনের শ্লোগান দিয়েছেন। ট্রাম্পের এমন অবস্থানে আতঙ্কিত হয়ে পড়েন দেশটিতে থাকা লাখ লাখ অভিবাসী। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে চারজন প্রেসিডেন্টের একজন ট্রাম্প, যারা দ্বিতীয় মেয়াদে জিততে পারেননি। এ ছাড়াও দ্বিতীয় মেয়াদে পপুলার ভোটে হেরে যাওয়া একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।