কেসিসি মেয়রের কাছে নাগরিক ফোরামের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা হস্তান্তর

0
411

বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সম্পৃক্ত করার লক্ষ্যে নাগরিক ফোরাম-খুলনার নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে নগর ভবনে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান-এর নিকট একটি প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা হস্তান্তর করেন।

সিটি মেয়র উপস্থিত নাগরিক নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, নগরবাসীর জন্যই নগর ভবন। নাগরিক নেতৃবৃন্দের যে কোন মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আসছে বাজেটে নগরিক ফোরামের জনবান্ধব প্রস্তাবনাসমূহ গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া হবে বলে তিনি আশ্বাস্থ করেন।

কেসিসি’র কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) নাজমুল আহমেদ স্বপন, মহাসচিব প্রদ্যুৎ রুদ্র চৈতি, কো-চেয়ারপার্সন শাহীন জামাল পন, যুগ্ম মহাসচিব মীনা আজিজুর রহমান, কোষাধ্যক্ষ আরজুল ইসলাম আরজু, সংগঠক সিলভী হারুন, শাহীনা আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।