মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
378

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায় ফাইনাল খেলা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১৩৯ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৬৯ নং এস,বি কালিকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় পৃথকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৩৯ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ১০৩ নং গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৬৯ নং এস,বি কালিকাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ১২৫নং পূর্ব খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তবে ৬৯ নং এস,বি কালিকাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোরেলগঞ্জ উপজেলায় পর পর ৫ বার চেম্পিয়ন হন।
এ উপলক্ষ্যে এসএম কলেজ মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-্আলম বাচ্চু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার। অন্যান্নদের মধ্যে উপস্থি ছিলেন মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান অব্দুর রহিম বাচ্চু, শরনখোলা উপজেলা রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজামান মিলন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মনিরুল ইসলাম, সুবির কুমার ঘোষ, শর্মীষ্ঠা মন্ডল, ফারুকুল ইসলাম, স্বজল কুমার মহোলী, মো: জাকির হোসেন, ওয়াসিম কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কামরুল ইসলাম বাবলু, মো: হাওলাদার এনছান উদ্দিন, রবিন্দ্রনাথ বিশ^াস, আলমগীর হোসেন, দারুল ইসলাম, তালুকদার ওমর ফারুক, হারুন আর রশিদ, জালিয়া আক্তার, মনিরুল ইসলাম, মো: মশিউর রহমান মশু, রেহেনা পারভীন রিয়া, মো: ওবায়দুল করিম, মো: মিজানুর রহমান, মাছুম জাকারিয়া, মো: নাছির উদ্দিন হাওলাদার, উৎপল হারদার, আব্দুর রহিম খান, মো: জাহিদ হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন রোকন উজ্জামান উজ্জল।