কেসিসি’র ১০ নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচন ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত

0
151

তথ্য বিবরণী:
খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের উপনির্বাচন উপলক্ষে গঠিত ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী’র সভাপতিত্বে তাঁর কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় জানানো হয় ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ইভিএম এ ভোটগ্রহণ চলবে। কিভাবে ইভিএম এ ভোট প্রদান করতে হয় তার মহড়া/মকভোট ১১ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। মোট ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনি এলাকায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এবং নির্বাচন ব্যয় সীমা প্রতিপালন করছে কিনা তা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের মাধ্যমে নিয়মিত তদারকির সিদ্ধান্ত গৃহীত হয়।