কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

0
285

খুলনাটাইমস: কিশোরগঞ্জে ১৪ বছর আগে কৃষক আব্বাস আলী হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম মামলার এ রায় ঘোষণা করেন। দ-িতরা হলেন তিন ভাই জংগু মিয়া, মংগু মিয়া ও দুলু মিয়া, মঞ্জু মিয়া, এনায়েত, কাজল ও কাঁকন। তাদের সবার বাড়ি শেখেরহাটি গ্রামে। আসামিদের মধ্যে মঞ্জু মিয়া পলাতক রয়েছে। বাকিরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে তিন লাখ টাকা করে অর্থদ-ও দেওয়া হয়েছে। মামলার বিবরণে বলা হয়, জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের শেখেরহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে আসামিরা আব্বাস আলির বাড়িতে হামলা চালিয়ে বল্লমের আঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই আব্বাসের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে অষ্টগ্রাম থানা পুলিশ ২০০৫ সালের ১৯ অগাস্ট আদালতে নয় আসামির নামে অভিযোগপত্র দাখিল করে। তদন্ত শেষে অষ্টগ্রাম থানার এসআই আবদুল করিম দুই জনকে বাদ দিয়ে নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। বিচার চলাকালে আসামি পুতুল বেগম ও নওয়াব মিয়া মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।