মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান গ্রেফতার

0
268

খুলনাটাইমস: রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাবে ক্যাসিনোর সন্ধান পাওয়ার পর এই ক্রীড়া ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে ‘অনুমোদনহীন’ বিদেশি মদ রাখার অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, ঢাকার তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসা থেকে গত বুধবার মধ্যরাতে লোকমানকে গ্রেফতার করা হয়। তার বাসায় অনুমোদনবিহীন পাঁচ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। মদের বোতল রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার সন্ধ্যার পর থেকেই লোকমানের বাসার ওপর নজর রাখছিল র‌্যাব। পরে মধ্যরাতে বাসায় ঢুকে লোকমানকে আটক করে র‌্যাব-২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। র‌্যাব-২ অধিনায়ক আশিক বিল্লাহ সে সময় বলেছিলেন, লোকমানকে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক। জুয়ার আখড়া বন্ধে কয়েকটি ক্লাবে র‌্যাবের অভিযানের পর গত রোববার মতিঝিলে মোহামেডান ক্লাবে অভিযান চালায় পুলিশ। ঐতিহ্যবাহী এই ক্লাবে দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু পাওয়ার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। লোকমান দাবি করে আসছিলেন, ‘রাজনৈতিক চাপের’ মুখে তিনি জুয়ার জন্য ক্লাবের ঘর ভাড়া দিতে বাধ্য হয়েছিলেন। ক্যাসিনোগুলো পরিচালনার সঙ্গে ক্ষমতাসীন দলের যুব সংগঠন যুবলীগের বিভিন্ন নেতার সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। ইতোমধ্যে তাদের কয়েকজন গ্রেফতারও হয়েছেন।