করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২৫ হাসপাতাল প্রস্তুত রেখেছে সৌদি আরব

0
263

খুলনাটাইমস বিদেশ: করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ২৫টি হাসপাতালকে প্রস্তুত রেখেছে সৌদি আরব। লোকজন আক্রান্ত হলে তাদের এসব হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। গত রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেলআলী। তিনি জানান, আক্রান্ত রোগীদের আলাদা করে রাখারা জন্য হাসপাতালগুলোর দুই হাজার ২০০টি বেড প্রস্তুত রয়েছে। ভাইরাস মোকাবিলায় প্রাক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশিদের ওমরাহ পালনের অধিকারও স্থগিত রাখা হয়েছে। মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনাতেও প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। পর্যটন ভিসা থাকলেও করোনা ভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদিতে ঢুকতে না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের খবর স্বীকার করেনি। তবে অন্য সূত্রগুলো দেশটিতে এর সংক্রমণের খবর নিশ্চিত করেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেলআলী বলেন, এখনও পর্যন্ত কারও আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। সরকারের বাণিজ্যিক কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটবে না; বরং এটি স্বাভাবিক থাকবে। সূত্র: রয়টার্স।