করোনায় মিয়ানমারে প্রথম মৃত্যু

0
224

খুলনাটাইমস বিদেশ : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) মিয়ানমারে প্রথম মৃত্যু হয়েছে। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার মিয়ানমার সরকারের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হয়, মৃত ব্যক্তি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তিনি সেখান থেকে দেশে ফেরার পথে সিঙ্গাপুরে কিছু সময় অবস্থান করেছিলেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. খিন খিন গাই বলেন, এখন পর্যন্ত মিয়ানমারে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিদেশে ভ্রমণ করে এসেছেন। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।