নেদারল্যান্ডসে জাদুঘর থেকে ভ্যান গগের চিত্রকর্ম চুরি

0
217

খুলনাটাইমস বিদেশ : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন নেদারল্যান্ডস। এ পরিস্থিতিতে নেদারল্যান্ডসের লরেন নগরের সিংগার লরেন জাদুঘর থেকে বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে। সোমবার এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। নেদারল্যান্ডস পুলিশ জানায়, চোরেরা স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে জাদুঘরের সামনের কাচের দেয়াল ভেঙে ঢুকে ভ্যানগগের ‘স্প্রিং গার্ডেন’ নামের একটি চিত্রকর্ম চুরি করে। এ সময় অ্যালার্মের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে চোরেরা পালিয়া যেতে সক্ষম হয়। এ চিত্রকর্মটি গ্রনিংগার জাদুঘর থেকে ধার করে সিংগার লরেনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। জাদুঘরটির পরিচালক জাঁ রুডোলফ দে লর্ম সাংবাদিকদের জানান, এ চুরির ঘটনায় তিনি ভীষণ ক্ষিপ্ত। চিত্রকর্মটির মূল্য সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এদিকে সোমবার পর্যন্ত নেদারল্যান্ডসে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৫০ এবং মৃতের সংখ্যা ৮৬৪ জন।