করোনাভাইরাস রোধে কয়রা উপজেলা প্রশাসনের সাথে সংসদ সদস্য বাবু’র মতবিনিময়

0
605
ওবায়দুল কবির(সম্রাট):কয়রা (খুলনা)প্রতিনিধি:
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কয়রা উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারের দিক নির্দেশনামূলক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। করোনা ভাইরাস রোধে প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা সরকার সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের যে পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করতে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সচেতন নাগরিকদেরকে স্বস্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ একটি ভয়াবহ রোগ। এ রোগের প্রাদূর্ভাব বিস্তার যাতে করতে না পারে সরকার সব ধরণের প্রদক্ষেপ নিয়েছে। সরকারের এই প্রদক্ষেপে জনগণ সাড়া দেওয়ায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ পরিস্থিতিতে সরকার হত-দরিদ্র লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে আরও খাদ্য সামগ্রী আসবে। করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে জনসচেতনা গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।সভায় কয়রা উপজেলার খেয়াঘাট বন্ধ, মাছের কাটা বন্ধ, ৫ টার পর দোকান পাট বন্ধ রাখা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।মতবিনিময় সভায় কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম,কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ড. তুহিন কান্তি ঘোষ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, আঃ ছাত্তার পাড়, বিজয় কুমার সরদার,আব্দুল্যাহ আল মামুন লাভলু, মোহাঃ হুমায়ুন কবির, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কবি জিএম শামছুর রহমান,খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু,কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,  কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, প্রমুখ।  এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ গুরুত্বপুর্ন ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।