ইতালিতে করোনায় মৃত্যু বেড়ে ৬৩৬ হয়েছে

0
239

খুলনাটাইমস বিদেশ : ইতালিতে করোনা ভাইরাসে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে মৃতের সংখ্যা কমে আসার পর সোমবার তা বেড়ে গেছে। এর ফলে বিধিনিষেধ শিথিল করার বিষয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। দেশটির বেসামরিক সুসরক্ষা সেবা বলছে, কোভিড- ১৯ এ সোমবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩৬ জন। একদিন আগে রোববার তা ছিল ৫২৫ জন। গত ১৯ মার্চের পর রোববারের মৃত্যুর এ সংখ্যা ছিল সবচেয়ে কম। দেশটির শীর্ষ স¦াস্থ্য কর্মকর্তারা রোববারের মৃত্যুর এই সংখ্যার প্রেক্ষাপটে দেশের বিধিনিষেধ শিথিল করার কথা বলেছিলেন। কিন্তু বেসামরিক সুরক্ষা সেবা প্রধান এঙ্গোলো বরেলি সোমবার বলেছেন, এই উপাত্ত খুব সতর্কতার সঙ্গে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। ইতালির বর্তমান লকডাউন আগামী ১৩ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে বারবার জোর দিয়ে বলেছেন, ধীরে ধীরে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে। তবে, সামাজিক দূরত্বের পদক্ষেপগুলো কিছু সময় ধরে থাকবে। কিন্তু সেটা কতোদিন থাকবে সে সম্পর্কে তিনি কিছু বলেন নি।