সামাজিক দুরাত্ব বজায় রেখে তুলাচাষীদের উদ্ধুদ্ধ করণ সভা অনুষ্ঠিত

0
575

তালা (সাতক্ষীরা)প্রতিনিধি  ::

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরাত্ব বজায় রেখে সাতক্ষীরা তালায় সম্প্রসারিত তুলাচাষ প্রকল্পে (ফেজ-১) এর আওতায় তুলাচাষীদের উদ্ধুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্ধুদ্ধ করণ সভায় আগত সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের পক্ষ থেকে সাবন ও মাস্ক প্রদান করা হয়।

তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) সকালে তালা উপজেলার সীমান্তবর্তী আরোশনগর গ্রামের চারাবন এলাকায় উদ্ধুদ্ধ করণ সভাটি অনুষ্ঠিত হয়। কটন ইউনিট অফিসার মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় উদ্ধুদ্ধ করণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুব উদ্দীন।

মীর জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা ইউনিটের সহকারী কটন অফিসার গাজী মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মামুন রেজা,মোঃ আব্দুল করিম ফকির,মোঃ আবুল কাসেম প্রমুখ। উদ্ধুদ্ধ করণ সভায় তুলা চাষীসহ প্রথম সেশনে ৩০ জন ও দ্বিতীয় সেশনে ৩০ জন স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি উদ্ধুদ্ধ করণ সভা শেষে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের নিজস্ব অর্থায়নে ৫ জন অসহায় কর্মহীন কৃষকের হাতে খাদ্যসামগ্রী তুলেদেন ।